
আবদুল লতিফ লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের রানীগঞ্জ পতিতাপল্লী থেকে বুধবার দুপুরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, অজ্ঞাত ওই যুবক একটি মোটরসাইকেলে উঠে বুধবার দুপুরে জামালপুর পতিতা পল্লীতে আসে। এরপর পতিতা পল্লীর ৮নং বাড়ীর সামনে অজ্ঞাত কারণে মারা গিয়ে মাটিতে পড়ে ছিল। নিহতের কোনো স্বজনদের সন্ধান এখনো পাওয়া যায়নি। জামালপুর সদর থানা পুলিশ মোটরসাইকেলটি জব্দসহ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
জামালপুর সদর থানার এসআই শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মোটরসাইকেলটি তার তত্তাবধানে থানা হেফাজতে রয়েছে।