
অন্তু দাস হৃদয়, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ধর্ষণের শিকার এক শিশুকে সাবালিকা বানিয়ে জন্মসনদ দেওয়ার মামলায় মধুপুরের সাবেক পৌর কাউন্সিলর মেহেদী হাসান মিঞ্জুকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।
বুধবার মধুপুর উপজেলার কল্লোল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জনসংযোগ কমিশনের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টচার্য্য সময়ের কন্ঠস্বর’কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে উপ-পরিচালক প্রণব কুমার ভট্রাচার্য্য বলেন, কাউন্সিলর থাকাকালীন মিঞ্জু এক শিশু ধর্ষণ মামলার আসামিকে রক্ষার জন্য নাবালিকাকে সাবালিকা বানিয়ে জন্মসনদ ইস্যু করেন বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, ধর্ষণের অভিযোগে ২০১৪ সালের ৪ ডিসেম্বর মামলাটি করা হয়।