
বিনোদন ডেস্কঃ
কলাকুশলী কারা হবেন তাও প্রায় ঠিকই হয়ে গিয়েছিল। কিন্তু প্রযোজকের ‘মতিভ্রম’-এর জন্য অনেকটা দেরি হয়ে গেল। আসলে ফারহান আখতার যে ছবি দিয়ে বলিউডে অভিষেক করেছেন খাতায়কলমে তা তাঁর প্রথম ছবি নয়। ২০০৮-এ ‘রক অন’ দিয়েই সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন ফারহান।
কিন্তু ‘রক অন’ এর আগে অন্য আর একটি ছবির জন্য ফারহান অভিনয় জীবনের শুরুয়াতটা করেছিলেন। ‘ফকির অব ভেনিস’ সেই সিনেমা। ন’বছর পর সেই সিনেমা মুক্তি পেতে চলেছে।
‘ফকির অব ভেনিস’ এর পরিচালক আনন্দ সুরাপুর।
৯ বছর আগেই হয়তো ডেবিউ হত পরিচালকের। কিন্তু, এখন ছবিটা একটু অন্য রকম। পরিচালনা আর অভিনয়ের পাশাপাশি ফারহান এখন একজন গায়কও। ‘রক অন’-এ ফারহানের সেই প্রতিভা সামনে এসেছিল।
ছবিটি মুক্তিও পেয়েছে। কিন্তু, যে ছবি দিয়ে ফারহানের অভিনয়ের শুরু তারই আসতে এতটা দেরি হয়ে গেল।