
প্রবাসের খবর – অবৈধ অভিবাসী ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে সিআইডি ও দুবাই পুলিশ। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে গত কয়েকদিন ধরে এই অভিযান নিয়মিত চলছে বলে জানা গেছে।
স্থানীয় সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি থেকে দেরা বাজারের বিভিন্ন স্থানে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।
চলমান অভিযানের ধারায় বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার পর থেকে পর্যন্ত দেরা দুবাইয়ের কেজিএন রেস্টুরেন্টের সামনের বিল্ডিংয়ে অভিযান চালিয়ে প্রায় ৪০ থেকে ৪৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে সেখানকার প্রশাসন।
প্রতক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, বুড়ি বিল্ডিং নামে পরিচিত একটি বিল্ডিং এ গত দুইদিন ধরে সিআইডিরা মধ্যরাতে এসে বিল্ডিংয়ে প্রবেশ পথ বন্ধ করে অভিযান চালাচ্ছে।
অভিযানে সিআইডির সদস্যরা রুমে রুমে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র তল্লাশি করে বৈধদের ছেড়ে দেয় এবং অবৈধদের নাইফ পুলিশ স্টেশনে প্রেরণ করে।