অনীল চন্দ্র রায়, ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বুধবার সন্ধা ৭ টার দিকে ভারতীয় নটকোবাড়ী ক্যাম্পের সীমান্ত রক্ষী বাহিনী(বিএসএফ)সদস্যরা লোম্যান্সল্যান্ড থেকে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায়। পরে বিজিবির ত্রীব প্রতিবাদে আটকের দুই ঘন্টা পর কৃষককে ছেড়ে দেয় বিএসএফ। সীমান্তবাসী ও বিজিবি সুত্রে জানা গেছে,উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি সীমান্তের মৃত আজিজুল হকের ছেলে কৃষক বাদশা মিয়া(৪২)আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩২ এর সাব পিলার ১ এস ও ২ এসের মাঝে শ্যালোমেশিন দিয়ে জমিতে সেচ দেওয়ার জন্য যায় ।
এ সময় ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানার নটকোবাড়ী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে জোড় পূর্বক ধরে নিয়ে যায়। এ দিকে কৃষককে ধরে নিয়ে যাওয়া খবর পেয়ে ওই সীমান্তে থাকা বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবি জানতে পেড়ে সঙ্গে সঙ্গে তাদের টহল নিয়ে ভারতীয় নটকোবাড়ী ক্যাম্পের বিএসএফের কাছে কৃষককে ফিরত চেয়ে ত্রীব প্রতিবাদ জানায়। পরে ভারতীয় বিএসএফ সদস্যরা আটক কৃষককে রাত ৯টার দিকে বিজিবির কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবি’র বালারহাট ক্যাম্পের হাবিলদার বেলাল শেখ জানান,লোম্যান্সল্যান্ডে শ্যালোমেশিন দিয়ে জমিতে সেচ দেওয়ার সময় সন্দেহ মুলক তাকে ধরে নিয়ে যায়। আমরা এর ত্রীব প্রতিবাদ জানালে বিএসএফ বাংলাদেশি কৃষককে আমাদের কাছে ফিরত দেয়। পরে ওই কৃষক বাদশা মিয়াকে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।