
সময়ের কণ্ঠস্বর, প্রবাস ডেস্কঃ
রহস্যেঘেরা আমাদের এই পৃথিবী, এতো উন্নত প্রযুক্তি আমাদের হাতে থাকার পরেও এখনো অনেক রহস্যময়য় বিষয়ের সমাধান আমরা করতে পারিনি। জন্ম থেকেই আমাদের অজানা এবং রহস্যময়য় বিষয় গুলোর প্রতি আকর্ষণ। দুনিয়াতে এমন অনেক কিছু রয়েছে যেগুলো এখনো আমাদের অজানা আমাদের জ্ঞানের বাহিরে ।
প্রবাসি তরুণদের উদ্যোগে চাল হওয়া ভিন্ন মাত্রার একটি অনলাইন ম্যাগাজিন হচ্ছে ‘জানেন তো’ । জার্মানি প্রবাসি তরুণ কাইফ খান সময়ের কণ্ঠস্বরকে জানায় ‘জানেন তো’ ম্যাগাজিনটি সমন্ন ভিন্ন মাত্রার একটি ম্যাগাজিন এর মাধ্যমে অজানা বিষয় গুলো মানুষ জানতে পারবে, রহস্যময়য় বিষয় গুলোর বৈজ্ঞানিক সমাধান সহ বিবিধ জ্ঞান মূলক বিষয় জানা যাবে এই “জানেন তো” ম্যাগাজিনের মাধ্যমে।কয়েকদিনের মধ্যেই পেইজটি ১ লক্ষ মানুষদের মন ছুঁয়ে নিয়েছে।