
হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মাহফুজ রহমান (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে । আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় জেলা শহরের কোমোরপুর বাসষ্টান্ডে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায় ।
স্থানীয়রা জানায়, একটি ট্রাক মুখোমুখি একটি মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাহফুজের মৃত্যু হয় । এছাড়া কাজী ইমরান (২৮) নামে আরেক জনকে গুরুত্বর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাৎক্ষণিকভাবে নিহতের ঠিকানা জানা সম্ভব হয়নি ।