
আলমগীর হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযানে এসময় দুটি ফার্মেসীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সাফিয়া আক্তার শিমু কালিয়াকৈর বাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতে কালিয়াকৈর বাজার হলরোড এলাকার ‘সেবা ঔষধ ঘরে’ মেয়াদউত্তীর্ণ ঔষধ থাকায় এর মালিক উত্তম কুমার পালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে ফল পট্রি এলাকার ‘পপুলার মেডিকেল কর্ণারে’ ড্রাগ লাইসেন্স না থাকায় এর কর্ণধার মহন্ত কুমার সরকারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতে এসময় গাজীপুর জেলা ঔষধ প্রশাসনের সহকারি পরিচালক মো. আক্তার হোসেন, ঔষধ তত্ত্বাবধায়ক মো. অজিউল্লাহ এবং কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান রাসেল উপস্থিত ছিলেন।