
আন্তর্জাতিক ডেস্ক – মিয়ানমারে সেনাবাহিনীর দমন অভিযানে এক হাজারেরও বেশি রোহিঙ্গা মুসলিম নিহত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা।
রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা শরণার্থীদের নিয়ে কাজ করেছেন তারা।
বাংলাদেশে জাতিসংঘের আলাদা দুটি সংস্থার দুই কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেন, রাখাইন সঙ্কটের যে চিত্র বেরিয়ে এসেছে তার ভয়াবহতা বহির্বিশ্ব পুরোপুরি অনুধাবন করতে পারেনি।
আলাদা সাক্ষাৎকারে তারা জানিয়েছেন, গত চার মাসে তাদের সংস্থাগুলো শরণার্থীদের যেসব সাক্ষ্য জোগার করেছে তা থেকে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে।
এর আগে সেখানে শত শত রোহিঙ্গা মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছিল জাতিসংঘ।
মিয়ানমার থকে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা নির্যাতন থেকে পালিয়ে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয়।
এদিকে, রোহিঙ্গাদেরকে হাতিয়ার ঠেঙ্গারচরে স্থানান্তরের পরিকল্পনা বন্ধে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ-এইচআরডব্লিউ।