
অন্তু দাস হৃদয়, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ঘাটাইল উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন ডাকাতকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- কালিহাতী উপজেলার ভাঙ্গাবাড়ি গ্রামের আবু হানিফের ছেলে মোঃ হারুন (২৮), জমশেরের ছেলে আলতাফ (৪০), গাজিপুরের কালিয়াকৈর উপজেলার জয়নাল এর ছেলে সুজন (৩০), শাহাজাহান আলীর ছেলে সাইফুল (২৮), সিরাজগঞ্জের মালিকাতি উপজেলার ছাত্তাররের ছেলে আনোয়ার (৩০), কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার দাদভাঙ্গা গ্রামের মৃত মতিন উদ্দিনের ছেলে মামুন (২৪), মোঃ আবুল কালামের ছেলে বাবুল (৩২) ও শাবুল (২৮)।
এ ব্যাপারে মামলারবাদী ঘাটাইল থানার (এস আই) হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহপুর গ্রামে কামাল হোসেনের আকাশামনি গাছের বাগানে একদল ডাকাত পিকআপ ভ্যাান নিয়ে ডাকাতির প্রস্তুতি কালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ বিষয়ে থানায় একটি ডাকাতি মামলা দায়েল করা হয়েছে।
এ সময় ঘটনাস্থল থেকে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো- ন ১৪-৭১৯৮) উদ্ধার করা হয়।