

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে গত কয়েক দিনের বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আর তাই নিম্নাঞ্চলের আবাদকৃত বোরো ধান পানিতে তলিয়ে গেছে। মাত্র কিছু দিন আগেও নিম্নাঞ্চল গুলো ছিলো পানি শূণ্য।
তখন কৃষকরাও ভেবে ছিল বোরো ধান পুরোপুরি পাকলে ধান কেটে গোলায় তুলবে। ক্ষতিগ্রস্ত কৃষক নিরুপায় হয়ে পানিতে ডুবিয়ে থাকা কিছু ধান কাটার চেষ্টা করছেন কিন্তু লাভ হচ্ছে না। ধান কাটার শ্রমিকের অভাবে পানির নিচের ধান ক্ষেতেই নষ্ট হচ্ছে। আর তাই কৃষকের ফসলের আশা এখন দুঃস্বপ্নে পরিনত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে বোরো ফসল হারিয়ে কৃষক এখন দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলা কুষি অফিসার মোঃ ইমরুল কায়েস জানান, অতি বৃষ্টিতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পানান বিল ও টঙ্গি বিলে ৯০ হেক্টর জমির বোরো ফসল নষ্ট হয়েছে। আর এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩৮০জন কৃষক।
বোরো ধানের ক্ষয়ক্ষতির বিষয়টি জেলা প্রশাসনসহ কৃষি বিভাগের উর্ধতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে বলে তিনি জানান।