

এস আই মুকুল, ভোলা প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার পোস্ট অফিস ই-সেন্টারের ছাদের প্লাস্টার খসে এক জন আহত হয়েছে। রবিবার সকাল ১০টায় পোস্ট অফিসের আওতাধীন কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ভবনে কোর্স চলাকালীন সময়ে এ ঘটনাটি ঘটে। এতে তিনটি কম্পিউটার ও ইউপিএসসহ কম্পিউটার টেবিলগুলো ভেঙ্গে যায়। এসময় প্রশিক্ষণার্থীরা ভয়ে ছুটে বের হওয়ার সময় রাকিব (১৮) নামে একজন আহত হয়েছে ।
এব্যাপারে পোস্ট-ই সেন্টারের জেলা প্রশিক্ষক সবুজ হোসেন জানান, এদুর্ঘটনায় একলক্ষ বিশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা পোস্ট মাস্টার আবু জাফর জানান, উর্ধতন কর্মকর্তার নিকট বহুবার জানানো হলেও তারা বিষয়টি আমলে নেয়নি। আমরা ভীতির মধ্যে থেকে কাজ চালিয়ে যেতে হয় এবং পোস্ট অফিসের মুল ভবনের ছাদের বিভিন্ন স্থানে বেহাল অবস্থা ও সার্বিক ভাবে জরাজীর্ন থাকায় লক্ষ লক্ষ টাকা ও মালামাল নিয়ে আশংকা বোধ করছি।