

পলাশ মল্লিক, স্টাফ রিপোর্টার:
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ঝোঁপ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। পরনে কালো-সাদা চেক লুঙ্গি এবং লাল-হলুদ-কালো রঙের চেক গেঞ্জি রয়েছে।
নাওজোড় হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, হোতাপাড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ঝোঁপে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কোন গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।