

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ‘জঙ্গি আস্তানায়’ সোয়াট অভিযান শুরু করেছে। অভিযানের পর পর সেখানে থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে। বুধবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সোয়াত টিমসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা অভিযান শুরু করে।
এর আগে বুধবার বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা থেকে দুটি হেলিকপ্টারযোগে সোয়াতের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। আগে থেকেই সেখানে অবস্থান করছিল কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।
এছাড়া আভিযানের পূর্ব প্রস্তুতি হিসেবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। শিবগঞ্জ ও নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি অ্যাম্বুলেন্সও সেখানে আনা হয়।
সকাল থেকে আইন শঙ্খলা বাহিনী বাড়িটি ঘিরে রাখে। সকাল থেকেই বাড়ি থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। সর্বসাধারণের নিরাপত্তায় সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম টিমের সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম ঘটনাস্থলেজানান, ওই বাড়িতে জঙ্গি আবু, তার স্ত্রী ও দুই সন্তান অবস্থান করছে। অভিযানের প্রস্তুতি চলছে।