

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী আঃ হাইকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে শায়েস্তাগঞ্জ থানার ফরিদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আঃ হাই মর্তুজ আলীর পুত্র।
পুলিশ জানায়, ডাকাত আঃ হাইর বিরুদ্ধে ডাকাতির মামলার ওয়ারেন্ট রয়েছে। সে এতদিন পলাতক ছিল। শায়েস্তাগঞ্জ থানার এসআই সেলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।