

সময়ের কণ্ঠস্বর- পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদের মাধ্যমে প্রকল্প সহায়তা হিসেবে ১০ কোটি টাকা প্রদান করেছে।
বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বরাদ্দকৃত অর্থে নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ও ধর্মীয় উপসনালয় পুনঃনির্মাণে ব্যবহার করা হবে।
স্থানীয় প্রশাসনের প্রকল্প সহায়তার মাধ্যমে এ বরাদ্দ খরচ করা হবে বলেও জানান তিনি।