

নিউজ ডেস্ক, সময়ের কণ্ঠস্বরঃ ধর্ষণের অভিযোগ থেকে খালাস পেয়েছেন বলিউডের গায়ক অঙ্কিত তিওয়ারি। গায়কের সাবেক প্রেমিকা তার বিরুদ্ধে ধর্ষণের মামলাটি করেছিলেন।
তবে অঙ্কিতের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের কোনো প্রমাণ দেখাতে পারেননি ওই নারী। বৃহস্পতিবার মুম্বাইয়ের নগর ও দায়রা আদালত মামলা থেকে অঙ্কিতকে অব্যহতি দেন।
প্রসঙ্গত, ২০১৪ সালে ধর্ষণের অভিযোগে মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হন অঙ্কিত। পরে জামিনে মুক্ত হলেও মামলার নিষ্পত্তি হয়নি।
বৃহস্পতিবার সেই মামলারই রায় দিল আদালত। অঙ্কিতের আইনজীবী রিজওয়ান মার্চেন্ট জানান, অঙ্কিতের বিরুদ্ধে অভিযোগ করলেও তা প্রমাণ করতে পারেননি ওই নারী।
অভিযোগপত্রে অঙ্কিতের সাবেক বান্ধবী দাবি করেছিলেন, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০১২ সালের অক্টোবর থেকে ২০১৩-র ডিসেম্বরের মধ্যে একাধিকবার ধর্ষণ করেন অঙ্কিত। কিন্তু পরে বিয়ের প্রতিশ্রুতি পালন করেননি।