

এইচ এম মেহেদী হাসানাত, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের আট শতাধিক শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শুনালেন মুক্তিযোদ্ধারা।
রোববার বেলা ১১ টায় স্কুল মাঠে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শুনালেন এলাকার ১০জন মুক্তিযোদ্ধা।
এ সময় স্কুল ম্যানেজিং কমিটি ওই ১০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক গাজী আব্দুল রাজ্জাক।
স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মোল্লা নাসিরুদ্দিন পিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শুনান গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, আক্তার হোসেন লস্কর, সোহরাব হোসেন, গাজী নুর হোসেন, বোরহান উদ্দিন, বেলায়েত হোসেন, মুরাদ হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ৮ শতাধিক শিক্ষার্থী ,শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।