

রাজশাহী প্রতিনিধি: কালবৈশাখী ঝড়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গাছচাপা পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ রয়েছেন তিনজন।
অন্যদিকে গতকাল রোববার সন্ধ্যায় হওয়া এই ঝড়ের কারণে রাজশাহী অঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ নেই।
ঝড়ের সময় রাজশাহী মহানগরীসহ আশপাশের উপজেলাগুলোতে যেখানে-সেখানে গাছ উপড়ে পড়ে। অনেক জায়গায় বিদ্যুতের পোল ও তার ছিঁড়ে গেছে। ফলে রাজশাহী ও এর আশপাশের উপজেলার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ নেই। আজ সোমবার শেষ খবর পাওয়া পর্যন্ত বিদ্যুৎ আসেনি।
গতকাল রোববার সন্ধ্যায় রাজশাহী মহানগরীসহ আশপাশের উপজেলাগুলোতে ঝড় হানা দিয়েছে।
এছাড়াও ঝড়ে রাজশাহী অঞ্চলে আম ও ফসলের ক্ষতি হয়েছে।
চারঘাটের ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের আব্দুল মজিদ জানান, বেশির ভাগ বাগানের প্রায় অর্ধেক আম ঝরে পড়েছে। এই ক্ষতি অপূরণীয়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, মাঠ থেকে বাড়ি ফেরার পথে ঝড়ে গাছচাপা পড়ে গোদাগাড়ীতে মো. আলম মুন্সি (৪৫) নামের এক কৃষক মারা গেছেন। তার বাড়ি উপজেলার কাকনহাট কলাবাগান এলাকায়।
রাজশাহী ফায়ার সার্ভিস জানায়, গতকাল সন্ধ্যায় ঝড়ের সময় পদ্মায় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে দুজন জীবিত উদ্ধার হলেও তিনজন এখন পর্যন্ত নিখোঁজ। আজ সোমবার সকাল থেকে দমকল বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছে।