

আন্তর্জাতিক ডেস্ক- ভারতের মহারাষ্ট্রের পুনে জেলার ইন্দাপুরে উজ্জ্বয়নীতে সেলফি তোলার সময় নৌকা ডুবির ঘটনায় তিন ডাক্তারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো একজনের সন্ধান চলছে। ঘটনায় ৬ জন ডাক্তার সাঁতার কেটে নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন।
সোলাপুরের মালসিরসের ১০ জন ডাক্তার ইন্দাপুর তালুকার আজোতী গ্রামে রবিবার পিকনিক করতে গিয়েছিলেন। তারা আরেকজন ডাক্তারের ফার্ম হাউসে যান। এখান থেকে তারা ছোট্ট একটি নৌকা নিয়ে উজ্জয়নীতে ঘুরতে যান। নদীর মাঝখানে পৌছানোর পর সমস্ত ডাক্তার সেল্ফি নেওয়ার জন্য একসাথে দাঁড়িয়ে পড়েন। যার ফলে নৌকা উল্টে যায়।
এই দুর্ঘটনায় নিহত তিনজন ডাক্তার সাঁতার কাটতে জানতেন না। জীবিত ৬ জন ডাক্তার গ্রামবাসীদের সাহায্যের জন্য ডাকে। এরপর উদ্ধারকাজ শুরু করা হয়। তিনজনের দেহ পাওয়া গেছে একজনের খোঁজ এখনও চলছে।