

স্পোর্টস আপডেট ডেস্ক: আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ইংল্যান্ডের সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবার প্রথম প্রস্তুতি ম্যাচে সাসেক্সে ডিউক অব নোরফক ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা।
সাসেক্সের কন্ডিশনিং ক্যাম্পের প্রথম প্রস্তুতি ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন মুশফিকুর রহিম। দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন মুশফিক। তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। ইনিংসের এখনো ১৭ বল বাকি। মুশফিক ১২১ রান নিয়ে ব্যাট করে যাচ্ছেন। তার সাথে আছেন সানজামুল ইসলাম।
মুশফিকের সেঞ্চুরিতে নরফোককে বড় লক্ষ্য দিতে যাচ্ছে টাইগাররা। এই প্রতিবেদন লেখার সময় ৪৬.১ ওভারে ৫ উইকেটে ৩০৬ রান তুলেছে বাংলাদেশ।
এদিকে স্ত্রী ও সন্তানের অসুস্থতার কারণে দেশে ফিরেছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আইপিএল খেলতে সহ-অধিনায়ক সাকিব আল হাসানও ভারতে। সেই জন্য তামিম ইকবালকে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার কথা ছিল। কিন্তু পুরনো পিঠের ব্যাথা বেড়ে যাওয়ায় তামিমকেও পাচ্ছে না বাংলাদেশ। তাই টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমই প্রস্ততি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন।