

বিধিনিষেধহীন ১২-১৩ এপ্রিল নিয়ে কী ভাবছে সরকার? ৷ পাবনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ৷ ফেসবুকে নারী চিকিৎসককে উত্ত্যক্ত, যুবক গ্রেফতার ৷ ফরিদপুরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা, ক্যামেরা ভাঙচুর ৷ কৃষক লীগের কমিটিতে মুফতি হান্নানের খালাতো ভাই, তদন্ত কমিটি গঠন ৷ খালেদার করোনা পরীক্ষার নমুনা দেওয়ার খবরটি ভুয়া ৷ পরকীয়া প্রেমিকের স্ত্রীর হাতে প্রহার, ‘ধামাচাপা দিতে’ স্বজনদের বিরুদ্ধে মামলা! ৷ লালমনিরহাটে ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ৷ মাদারীপুরে ভুয়া মেজর ও মেরিন অফিসারসহ ৪ প্রতারক আটক ৷ হেফাজতকে প্রতিরোধে কার্যকর আইন আছে: আইনমন্ত্রী ৷
প্রবাসের কথা ডেস্ক, সময়ের কণ্ঠস্বর:
নির্দিস্ট সময়ের মধ্যে দেশ না ছাড়লে অবৈধ অভিবাসীদের কঠোর সাজার আলটিমেটামসহ পরবর্তী সুযোগের আশ্বাস দিয়েছে সৌদি কতৃপক্ষ। আইন মেনে নিয়মের মধ্যে যেসব অভিবাসী পুনরায় আবেদন করবেন তাদের জন্য পরবর্তীতে বিশেষ সুযোগ থাকবে বলেও জানানো হয়েছে।
সৌদিতে সাধারণ ক্ষমার আওতায় অবৈধ অধিবাসীদের দেশ ছাড়তে আরো দুই মাস সময় আছে। ৩০ জুনের মধ্যে বিনা শাস্তিতে সৌদি আরব ছাড়তে পারবেন অবৈধ প্রবাসীরা। এর মধ্যে দেশত্যাগ না করলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে তাঁদের।
মক্কা দৈনিকের বরাত দিয়ে সৌদি আরবের বার্তা সংস্থা সউদি গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় যারা ৩০ জুনের মধ্যে নিয়ম মাফিক নিজ নিজ দেশে ফেরত যাবেন, তারা পরবর্তী সময়ে বৈধভাবে সৌদিতে আসার সুযোগ পাবেন।
সরকারের বেঁধে দেয়া এ সময়ের মধ্যে সৌদি না ছাড়লে তাদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বলেও ঘোষণা দিয়েছে দেশটি।
প্রতিবেদনে বলা হয়েছে, জাওয়াতের পাসপোর্ট অফিসের পক্ষ থেকে সেখানে মোট ৭৮টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে বাংলাদেশিসহ অবৈধ অধিবাসীদের দেশে ফিরে আসতে প্রয়োজনীয় অনুমতিপত্র দেয়া হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি অভিবাসী ফেরত যাচ্ছেন জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর দিয়ে। এ ছাড়া সৌদি আরবের মদিনার রাবিগ, কুনুফুদা, তায়েফ ও জেদ্দায় অভিজ্ঞতাসম্পন্ন লোকদের দিয়ে অত্যাধুনিক প্রযুক্তি সজ্জিত বিশেষ রিসেপশন সেন্টার পরিচালনা করা হচ্ছে।
এর মাধ্যমে ভ্রমণ, হজ কিংবা উমরাহ ভিসা নিয়ে মক্কায় এসে যারা অবৈধভাবে অবস্থান করছেন, তাদের সঠিক পদ্ধতিতে ইলেকট্রিক্যাল প্রযুক্তির সাহায্যে ভিসা সংক্রান্ত নিয়ম-নীতি ঠিক করে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
যেসব অবৈধ অভিবাসী জেদ্দায় অবস্থান করছেন, তাঁদের পার্শ্ববর্তী জাওয়াত কার্যালয়ে যোগাযোগ করতে আদেশ দেওয়া হয়েছে। সৌদি সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় যাঁরা ৯০ দিনের মধ্যে নিয়ম মাফিক নিজ নিজ দেশে ফেরত যাবেন, তাঁরা পরবর্তী সময়ে বৈধ ভাবে সৌদিতে আসার সুযোগ পাবেন।