

আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ ব্যুরো: ৩ মে বুধবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
উক্ত বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দিপু মনি এমপি, সম্মেলন উদ্ভোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসাইন, এডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম জনি, উপস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ ইফাজ সামিহ।
বিশ্ববিদ্যালয় গাহি সাম্য মঞ্চে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি করবেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছাব্বির আহমেদ ও সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক আপেল মাহমুদ।