

সময়ের কণ্ঠস্বর- ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত জাতীয় বিদ্যুৎ গ্রিডের একটি সঞ্চালন লাইন মেরামতের মধ্যেই আরেকটি সঞ্চালন লাইন ‘ট্রিপ’ করায় দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের সব বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। ফলে বিদ্যুৎহীন হয়ে পড়েছে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ৩৮টি জেলা।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুম আলবেরুনী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সোমবার রাতে ঝড়ে আশুগঞ্জ-সিরাজগঞ্জ সঞ্চালন লাইন পিলার ভেঙ্গে গেছে। এতে ওই অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে। এ ছাড়া ঘোড়াশাল-ঈশ্বরদী বিদ্যুৎ সঞ্চালন লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে।’
তিনি বলেন, ‘লাইন মেরামতের কাজ চলছে। মঙ্গলবারের মধ্যেই সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে বলে আশা করছি।