

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি: তিন ফসলি কৃষি জমিসহ বসতভিটা এলাকা অধিগ্রহণের লক্ষ্যে মাপজোক করার প্রতিবাদে শত শত কৃষক বালিয়াতলী ইউনিয়নের মাঝের পাড়া প্রাইমারি স্কুল মাঠে প্রতিবাদ সমাবেশ করেছে।
এতে সভাপতিত্ব করেন, হাজী আব্দুর রশীদ চাকলাদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, আনোয়ার হোসেন, কৃষক ফিরোজ তালুকদার, সুপার মাওলানা রফিকুল্লাহ, রাখাইন নেতা টেনথান, তাজুল আলম, কৃষক নেত্রী মর্জিনা বেগম, আরেফিন আকন, তাজেম আলী প্রমূখ। কৃষক মৈত্রী সংগঠনের আয়োজনে মাঝেরপাড়াসহ সেখানকার বিভিন্ন গ্রামের কৃষক এ সমাবেশে অংশ নেয়।
বক্তারা জানান, কোন ক্রমেই কোন কোম্পানিকে তিন ফসলী কৃষিজমিসহ বসতভিটা এলাকা অধিগ্রহণ করতে দেয়া হবে না। স্থানীয় চেয়ারম্যান জানান, বালিয়াতলীর বিভিন্ন মৌজায় কাউকে কিছু না বলে একেক সময় এক শ্রেণির অপরিচিত লোক অধিগ্রহণের কথা বলে কৃষকের জমিতে মাপজোক শুরু করে। তাতে কৃষকের মধ্যে কৃষিজমি এবং বসতভিটা হারানোর শঙ্কা এবং আতঙ্ক দেখা দিয়েছে। তারা এরপর থেকে সরকারি নির্দেশনা ছাড়া কাউকে এ কাজ করতে দেখলে গণধোলাই দেয়ার হুমকি দেন।