
জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আম গাছে ফাঁস দেয়া স্কুল ছাত্র রবিউল ইসলামের (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টায় খেসবা গ্রামে বাড়ির নিকট থেকে জামালউদ্দিনের ছেলে ও নাচোল ষ্টেশন বাজার হযরত আলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র রবিউলের লাশ উদ্ধার করা হয়।
সে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে নিঁেখাজ হয়। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, প্রাথমিক তদন্তে পরিবারের সাথে রাগ অভিমান করে রবিউল আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রুজু করে লাশ ময়নাতদন্তের জন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।