
শরীয়তপুর প্রতিনিধি- শরীয়তপুরের আংগারীয়া বন্দরে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শনিবার সকাল ১০টায় আংগারীয়া বাজারের নদীর পাড়ে সবচেয়ে বড় পাট ও ভুসিমালের গুদামে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিস কে খরবর দেয় স্থানীয়রা। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিয়াজ আহম্মেদ জানান, আগুন নিয়ন্ত্রনে রয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়ে এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। আগুন সম্পূর্ণ নিভানোর পরে কিভাবে আগুন লেগেছিল তা অনুসন্ধান করা হবে।
এ ঘটনায় ৫ গুমাদের মালামাল পুড়েগেছে। ৫টি গুদামে অন্তত ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ব্যবসায়ীরা।
সময়ের কণ্ঠস্বর/রবি