
ফয়সাল শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় পলাশ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ভুরুঙ্গামারী-সোনাহাট সড়কের পাটেশ্বরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত পলাশ সোনাহাট মাদ্রাসা মোড়ের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ভুরুঙ্গামারী উপজেলা শহরে আসছিল। এসময় ভুরুঙ্গামারী-সোনাহাট সড়কের পাটেশ্বরী বাজার এলাকায় দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ তাপস কুমার পন্ডিত বিষয়টি নিশ্চিত করে বলেন, চালকসহ ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুধকুমর নদ থেকে যুবকের লাশ উদ্ধার
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুধকুমর নদে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, শনিবার সকালে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের দুধকুমার নদের পাইকডাঙ্গা এলাকার একটি বাঁশের সাঁকোর নীচে লাশ ভাসতে দেখে স্থানীয়রা।
পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত যুবক নাম আব্দুল রশিদ (৩৫)। সে উপজেলার সোনাহাট ইউনিয়নের চর বলদিয়া গ্রামের খইমুদ্দিনের পুত্র।
পারিবারিক সুত্র জানায়, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় বাড়িতে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যাওয়া পর আর ফিরে আসেনি আব্দুর রশিদ।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ তাপস কুমার পন্ডিত ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সময়ের কণ্ঠস্বর/রবি