
আব্দুল লতিফ রঞ্জু , পাবনা প্রতিনিধি: প্রামাণ্য ঐতিহ্যের আন্তর্জাতিক দলিল হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অন্তর্ভুক্তি হওয়ায় আ’লীগের আনন্দ মিছিলকে কেন্দ্র করে পাবনার আটঘরিয়ায় প্রতিপক্ষের হামলায় ১০ আওয়ামীলীগ কর্মি আহত হয়েছে। এ ঘটনায় ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া বলেন, প্রামাণ্য ঐতিহ্যের আন্তর্জাতিক দলিল হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অন্তর্ভুক্তি হওয়ায় শনিবার আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগ দেবোত্তর বাজারে এক আনন্দ মিছিল এবং সমাবেশের আয়োজন করে। ঐ সমাবেশে মিছিলসহ আসার সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতনের সমর্থকরা হামলা চালায়। এতে ১০ জন আহত হয়। তাদের মধ্যে আবুল কালাম আজাদ (৩২), বাবু মিয়া (৩৫), মান্নান মোল্লা (৪৫), মজিবুর রহমান (৫৫) এবং সাত্তার (৩২) কে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।
অপরদিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র শহিদুল ইসলাম রতন জানান, মাননীয় ভুমিমন্ত্রী তাদের সমাবেশে যোগ না দেওয়ায় তারা এ সব অপপ্রচার চালাচ্ছে। কোন প্রকার হামলার ঘটনা ঘটেনি।
আটঘরিয়া থানার ওসি মো: আনোয়ারুল ইসলাম বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।