
মো: ইমাম উদ্দিন সুমন, স্টাফ রিপোর্টার :
নোয়াখালীর কবিরহাট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও যুবদলের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে থেকে শনিবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলো, কবিরহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন কামাল, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুর রহমান শামীম ও পৌরসভা যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কবিরহাট বাজারের আলা উদ্দিন সুপার মার্কেটের সামনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করে। রাতে কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাছানের নেতৃত্বে স্ব-স্ব বাড়িতে অভিযান চালিয়ে বিএনপি ও যুবদলের তিন নেতাকে গ্রেফতার করে।
কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।