
মো: ইমাম উদ্দিন সুমন, স্টাফ রিপোর্টার :
নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রাজারামপুর এলাকা থেকে পালিয়ে যাবার ২১ দিন পর শুক্রবার সন্ধ্যায় (২৪ নভেম্বর-২০১৭ইং) পালিয়ে যাওয়া গৃহবধু শারমিন আক্তারকে (২৫)উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সেনবাগ থানার উপ-পরিদর্শক(এসআই) সাইফুল ইসলাম ফেনীর দাগনভূঞা উপজেলার একটি বাড়ী থেকে তাকে উদ্ধার করেন।
স্থানীয় দক্ষিণ রাজারামপুর এলাকার কামাল উদ্দিনের মেয়ে গৃহবধূ শারমিন পার্শ্ববর্তী বেগমগঞ্জের লতিফপুর গ্রামের মৃত ওয়াজি উল্লাহর প্রবাসীপুত্র খোরশেদ আলমের স্ত্রী। সেনবাগ থানা সূত্রে জানা যায়,বিয়ে হওয়া গৃহবধুর স্বামী প্রবাসে থাকার সুবাদে শারমিন পিতার বাড়ীতেই থাকতো।
গত ৩ নভেম্বর-২০১৭ইং শারমিন কেনাকাটা করতে গিয়ে দাগনভূঁঞা থেকে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শারমিন আক্তারের পিতা মো.কামাল উদ্দিন বাদী হয়ে ১২ নভেম্বর সেনবাগ থানায় একটি জিডি নং- ৪৫৪ করেন। স্হানীয় একটি সূত্র জানায়, সৌদি প্রবাসী স্বামীর অনুপস্হিতিতে শারমিন আক্তার পরকীয়ায় জড়িয়ে পড়েন।
সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী গৃহবধু শারমিনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,তাকে তার পিতার
হেফাজতে দেয়া হয়েছে।