
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ইংলিশ শেখাটা খুবই দরকারি হয়ে পরেছে, আপনি বাঙ্গালি বাংলা না বলতে পারলে কোন সমস্যা নেই, কিন্তু মামা ইংলিশ বলতে হবে। না হলে তুমি খ্যাত স্মার্ট না। আরও কত কি! তাই শেষ কথার এক কথা মামা তোমার ইংরেজি শিখতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষতা না থাকলে বিপদে পড়তে হয়। গুগল ট্রান্সলেটর অ্যাপটি এই সমস্যা সমাধানে সহায়তা করবে। এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে সহজেই ঝামেলা ছাড়াই ইংরেজি শিখতে পারবে।
মুখে বাংলা বললেই হয়ে যাবে ইংরেজী এবং তা আপনাকে পড়েও শুনাবে এই অ্যাপটি।
সময়ের কণ্ঠস্বরের পাঠকদের জন্য সরাসরি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখানো হলো।