
আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ ব্যুরো- ময়মনসিংহের বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারদের (ভূমি) হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে কঠোর নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।
এ সময় ভূমি উন্নয়ন কর আদায় ও ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশনার পাশাপাশি সরকারি সম্পত্তি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও নির্দেশনা দেন তিনি। রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত ময়মনসিংহের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা রাজস্ব সম্মেলনে তিনি এ নির্দেশনা দেন।
জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম গাঁলিভ খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা,শামীম রহমান, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপন, ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপায়ন শুভসহ জেলার ১১টি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনাররা (ভূমি) উপস্থিত ছিলেন।
সময়ের কণ্ঠস্বর/রবি