
সময়ের কণ্ঠস্বর- রাজধানীর দক্ষিণখানে ছুরিকাঘাতে মাকে হত্যা করেছে ছেলে। রোববার রাত ১০টার দিকে দক্ষিণখানের খলিল বক্স রোডের এক বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহতের নাম মমতাজ বেগম (৫০)। তার ছেলে হাবিবুল্লাহ খান রাজনকে (২৫) আটক করছে পুলিশ।
দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজ জানান, রাতে রাজনের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তার মা। বাসার অন্যরা দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মমতাজকে মৃত ঘোষণা করেন। স্বজনরা আমাদের বলেছেন, রাজন মানসিক প্রতিবন্ধী।
তিনি বলেন, রাজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ঘটনায় আজ সোমবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। মমতাজের মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রবি