
আন্তর্জাতিক ডেস্ক- সিরিয়ার পূর্বাঞ্চলের আল-সাফাহর একটি গ্রামে রাশিয়ান বিমান হামলায় অন্তত ৫৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২১ শিশু রয়েছে।
গতকাল রোববার সকালে সংঘটিত এ হামলার ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার পূর্বাঞ্চলে দেইর এজর প্রদেশে ইসলামিক স্টেট গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা আল-শাফাহ গ্রামে স্থানীয় সময় রোববার সকালে রুশ বিমান হামলা চালানো হয়।
সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণে দায়িত্বরত যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলছে, আল-শাফাহ গ্রামের আবাসিক বেশ কিছু ভবনে রুশ বিমান হামলাটি চালানো হয়। এতে ২১ শিশুসহ অন্তত ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
এর আগে হামলায় নিহতের সংখ্যা ৩৪ বলে জানিয়েছিল পর্যবেক্ষক সংস্থাটি।
সংস্থাটির প্র্রধান রামি আবদেল রহমান বলেন, ‘হামলার পর দিনভর চালানো উদ্ধার তৎপরতায় ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে আরও কিছু মরদেহ পাওয়া যায়।’ এছাড়া বিমান হামলায় অন্তত ১৮ জন আহত হয়েছে বলেও জানান তিনি।
সিরিয়ায় ২০১১ সালে সরকারিবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সিরিয়ায় সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে।
এর আগে সিরিয়ার পূর্বাঞ্চলের ঘৌটা অঞ্চলে দেশটির সরকারি বাহিনীর বিমান ও কামান হামলায় ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয় বলে জানায় পর্যবেক্ষক সংস্থাটি।
সময়ের কণ্ঠস্বর/রবি