
ওহী আলম. নোবিপ্রবি প্রতিনিধি- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত হয়ে গেলো আই সি টি ডিভিশন এর উদ্দোগে “ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ ইউনিভারসিটি অ্যাক্টিভেশন প্রোগ্রাম”।
আজ সোমবার সকাল ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে এ কর্মশালার আয়োজন করা।
কর্মশালাটি পরিচালনা করেন ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ ইউনিভারসিটি অ্যাক্টিভেশন প্রোগ্রামের কো-অডিনেটর জহির উদ্দিন তুহিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদ এর ডিন ও কম্পিউটার সাইন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. হুমায়ুন কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন কম্পিউটার সাইন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য যে, কর্মশালার শেষে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সময়ের কণ্ঠস্বর/রবি