
কামরুল হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ১৯৭১-এ জাঠিভাঙ্গায় গণহত্যার শিকার ক্ষতিগ্রস্থ চারশত জন বিধবাদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
সোমবার বিকালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার শুখানপুকুর বিদ্যালয় মাঠে শীতবস্ত্রগুলো বিতরন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম মোল্লা, ব্যাংকের ঠাকুরগাঁও জেলা শাখা ব্যাবস্থাপক এনামুল হক, সহ-ব্যাবস্থাপক আসাফুদ্দোজা শিশির, শুখানপুখুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৩ এপ্রিল ঠাকুরগাঁওয়ের শুখানপুখুরীর জাঠিভাঙ্গায় এদেশীয় রাজাকারদের সহায়তায় তিন হাজারেরও বেশি মানুষকে হত্যা করে পাকিস্তান হানাদার বাহিনী।