
মো. হৃদয় খান, স্টাফ রিপোর্টার: নরসিংদী জেলা সুন্নী ইজতেমা’ নামে তাবলীগ বিরোধীদের নতুন ইজতেমা নিয়ে নরসিংদী তাবলীগ জামায়াতের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। তাবলীগ জামায়াতের লোকেরা এই সুন্নী ইজতেমাকে কথিত সুন্নী ইজতেমা আখ্যায়িত করে এই নকল ইজতেমাকে বন্ধ করার জন্য নরসিংদী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত আবেদন জানিয়েছে। ইসলামপুর মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আব্দুর রহিম স্বাক্ষরিত এই আবেদনপত্রে বলা হয়েছে, প্রায় প্রতি বছর নরসিংদী জেলায় জেলা তাবলীগের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লীর সমাগম ঘটে।
গত বছর এই জামায়াত অনুষ্ঠিত হয়েছিল শিবপুরের কারারচর এলাকায়। তাবলীগ জামায়াতের মুরব্বীদের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর শিবপুরের সৈয়দ নগর এলাকায় জেলা ইজতেমা অনুষ্ঠানের সিদ্ধান্ত দেয়া হয়েছে। সে অনুযায়ী জেলা পর্যায়ে তাবলীগের মুরব্বীরা জেলা তাবলীগ জামায়াত সংগঠনের কাজে ব্যস্ত রয়েছে।
এই খবর প্রচারিত হবার পর তাবলীগ জামায়াত বিরোধীরা তাবলীগ জামায়াতের ঘোষিত স্থানের পাশাপাশি স্থানে নরসিংদী জেলা সুন্নী ইজতেমা নাম দিয়ে পাল্টা জামায়াতের আয়োজন করেছে। যার উদ্যোক্তারা ধর্মীয় দৃর্ষ্টিকোন থেকে বিতর্কিত। কাউন্টার ইজতেমার আয়োজন বন্ধ করার জন্য তবলীগের মুরব্বীরা সুন্নী ইজতেমার লোকদের সাথে যোগাযোগ করলে তারা তাদের অনুরোধ এড়িয়ে যান। এ অবস্থায় জেলা ব্যাপী আলেম ওলামা, তাবলীগপন্থী ও সর্বস্তরের মুসল্লীদের মধ্যে কথিত নতুন ইজতেমা নিয়ে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। তাবলীগের লোকজন তাদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছে।
এই সুন্নী ইজতেমা নিয়ে মারামারী, কাটাকাটির আশংকা করেছে আবেদনকারীরা। তারা বলেছে এখানে এই সুন্নী ইজতেমা বন্ধ করা না হলে আইন শৃংখলা পরিস্থিতি অবনতি ঘটার আশংকা রয়েছে। তারা জেলা ব্যাপী লাখো মুসল্লীর বৃহৎ ইজতেমার ভাবমূর্তি ও মর্যাদা রক্ষার্থে তাবলীগ বিরোধী তথাকথিত সুন্নী ইজতেমাটি অনতিবিলম্বে বন্ধ করার জন্য আবেদন জানিয়েছেন।