
সময়ের কণ্ঠস্বর: ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘঠিত হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন সেমিনার হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার বিশেষ জাতীয় কাউন্সিলে তিনি এ দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, সরকার সচেতনভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে। পিলখানার বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তা হত্যা করে যারা দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে দিতে চেয়েছিল, তারাই লাভবান হয়েছে। গোয়েন্দা ব্যর্থতার কারণে এই হত্যাকাণ্ড রায়ের পর্যবেক্ষণ সঠিক হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
আলাপ আলোচনার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আরো বলেন, সংসদ ভেঙে দিয়ে এমন একটি সহায়ক সরকার দিন যে সরকার নির্বাচনকালে ইসিকে সহায়তা করবে।