
আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ভারতের ধর্মীয় স্থানগুলো লক্ষ্য করে বড়সড় হামলার ছক কষছে! এমনটাই ইঙ্গিত দিচ্ছে ভারতের গোয়েন্দারা। সম্প্রতি এই জঙ্গিগোষ্ঠী ‘স্যাফরন টেরর’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করে। সেই ভিডিওটিতেই স্পষ্ট যে, ভারতের ধর্মীয় স্থানগুলোতে বড়সড় হামলা চালাতে পারে আল-কায়েদা।
একইসঙ্গে ভারতে সাম্প্রদায়িক সংঘর্ষে ইন্ধন যোগাবে এই জঙ্গিগোষ্ঠী। এর ফলে সাধারণ মানুষের মধ্যে বিতর্ক শুরু হয়ে যাবে। এমনটাই ইঙ্গিত দিচ্ছেন ভারতের গোয়েন্দারা। খবর কলকাতা টুয়েন্টিফোরের।
এদিকে, ভিডিওটি ফাঁস হতেই গোয়েন্দারা ভারতে আল-কায়েদা জঙ্গিগোষ্ঠীর স্বঘোষিত প্রধান সানুয়াল হকের উপর কড়া নজরদারি করছে। সানুয়াল উত্তর প্রদেশের বাসিন্দা। তার প্রতিটি গতিবিধির উপরেই নজর রাখছে ভারতের গোয়েন্দারা। একইসঙ্গে গোয়েন্দারা জানাচ্ছেন, আল-কায়েদার দক্ষিণ এশিয়ার ইউনিট ভারতে আক্রমণ চালানোর জন্য খুব সক্রিয় বলে মনে হচ্ছে।