
জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে সনাকের আয়োজনে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সংবাদ মাধ্যমে ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সনাক কার্যলয়ে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সনাক সভাপতি সেলিনা বেগম।
সভায় মুক্ত আলোচনায় সরকারী স্বাস্থ্য সেবা,ভূমি বিষয়ক সেবা সহ বিভিন্ন সেক্টরের দুনর্িিত ও তা প্রতিরোধের আন্দোলনে সংবাদ মাধ্যম তথা সাংবাদিকদের ও টিআইবি-সনাকের করণীয় বিষয়গুলি প্রাধান্য পায়। আলোচনায় অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা,সিটি প্রেসক্লাব আহব্বায়ক শামসুল ইসলাম,স্থানীয় সাপ্তাহিক সীমান্তের কাগজ সম্পাদক জাফরুল আলম,জেলা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ সহ অনান্য সাংবাদিকরা।
অপরদিকে সনাকের পক্ষে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম,গৌরী চন্দ সীতু,গোলামফারুক,রাইহানুল ইসলাম,টিআইবি এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম ও সনাক সদস্য সাংবাদিক মাহবুবুর রহমান। সভায় দুর্নীতি প্রতিরোধে টিআইবি-সনাকের বিভিন্ন আয়োজন ও কার্যক্রম এবং সংবাদ মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতিবিরোধী প্রতিবেদনের ব্যাপারে আলোচনা হয়। সভায় পাস্পারিক সহযোগিতার মাধ্যমে কাজ করার বিষযটিও উঠে আসে।