
আব্দুল লতিফ রঞ্জু,পাবনা প্রতিনিধি: পাবনার বেড়ায় পানিতে ডুবে জুনাইদ আজাদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার নাকালিয়া ইউনিয়নের পেঁচাকুলা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে তার মা জাহানারা পারভীন শিশু ছেলেকে বাড়ির উঠানে খেলতে দিয়ে সাংসারিক কাজ করছিলেন। এ সময় শিশুটি তার মায়ের অজান্তে বাড়ির পাশের পুকুড়ে পড়ে যায়।
অনেক খোঁজাখুঁজির পর দুপুর আড়াইটার দিকে তার লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।