
রাজু আহমেদ, স্টাফ রিপোর্টার: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মরদেহ আসছে আগামীকাল। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আনিসুল হকের মরদেহ আগামীকাল শনিবার বেলা ১১ টা ৩০ মিনিট নাগাদ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। এরপর বাদ আসর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে বনানী কবরস্থানে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
শুক্রবার (১ ডিসেম্বর) লন্ডনের রিজেন্ট পার্ক জামে মসজিদে জুমার নামাজের পর আনিসুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেন।