
সময়ের কণ্ঠস্বর– দুই দশক পেরুলেও এখনও পার্বত্য শান্তিচুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় ফের পার্বত্যাঞ্চল অশান্ত হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারম।
তিনি বলেন, ‘এ চুক্তি বাস্তবায়িত না হলে পাহাড়ে আগুন জ্বলবে। মৃতের মতো আমরা বেঁচে থাকতে চাই না। খুব শিগগিরই কর্মসূচিতে যাবো আমরা। চুক্তি পরিপন্থী যে কোনও ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’
পার্বত্য চট্টগ্রাম চুক্তির দুই দশক পূর্তি উপলক্ষে শনিবার (২ ডিসেম্বর) সকালে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সন্তু লারমা। রাজধানীর ‘দ্য ডেইলি স্টার’ ভবনে এ সভার আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
সন্তু লারমা বলেন, ‘আমরা যেন সেই পাকিস্তানি শাসনমালের মতোই একটি ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় আছি। এ উপনিবেশ তো আমরা চাইনি। গোটা চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে শুভঙ্করের ফাঁকি।’
তিনি বলেন, ‘পাহাড়ি জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তাদের আর পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন পাহাড়ের মানুষ প্রতিরোধ করবে। আর নিরস্ত্র মানুষের ওপর সরকার অস্ত্র দিয়ে হামলা চালালে তাদেরও অস্ত্র দিয়ে উত্তর দিতে হবে।’
রবি