
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামীর সঙ্গে অভিমান করে আঙ্গুর বেগম(২৫)নামে একগৃহ বধু রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিমফুলমতি গ্রাামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের সামিউল ইসলামের স্ত্রী।
এলাকাবাসী জানায় নিহত গৃহবধুর স্বামী সামিউল ইসলাম র্দীঘদিন ধরে কাজের সন্ধানে ঢাকায় তিনি স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করতে পারেন বলে জানায় প্রতিবেশিরা। গৃহবধুর শ্বশুর ভ্যান চালক হওয়ায় প্রতিদিনেই সকালে বেড়িয়ে পড়েন। শাশুরী গরুর ঘাঁষ সংগ্রহ করার জন্য বারোমাসিয়া নদীর তীরে যায়। এদিকে বাড়ীতে কেউ না থাকায় ওই গৃহবধু স্বামীর সঙ্গে অভিমান করে নিজ ঘরে ধরনার সঙ্গে রশি ঝুঁলিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারনা করা হচ্ছে বলে জানান ওই ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম ।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান,লাশ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।