
বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা প্রতিনিধি- কুমিল্লার লাকসাম উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ছায়েদুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (৩ ডিসেম্বর) ভোরে উপজেলার পৌর এলাকার পশ্চিমগাও এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে, লাকসাম পৌরসভা স্বেচ্ছাসেবকদলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক মাইন উদ্দিন রুবেলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাঁকেও একই সময়ে উপজেলার পৌর এলাকার গাজিমুড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মাহফুজ জানান, ছাত্রদলের সভাপতি মোঃ ছায়েদুল ইসলাম বিরুদ্ধে ৬টি মামলা ও মাইন উদ্দিন রুবেলের বিরুদ্ধে সংঘর্ষের একটি মামলা রয়েছে। ওই সব মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
সময়ের কণ্ঠস্বর/রবি