
ওহী আলম, নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৪ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন এর পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন নোবিপ্রবি ফার্মেসি বিভাগের মোহাইমিনুল ইসলাম নুহাশ, কৃষি বিভাগের খাইরুল বাশার বিপ্লব ও আব্দুর রাকিব এবং অর্থনীতি বিভাগের নজরুল ইসলাম নাইম।
তারা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ম ও ১১তম ব্যাচের শিক্ষার্থী। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে দায়িত্বরত শিক্ষকবৃন্দের সঙ্গে অসদাচরণ ও আনসার সদস্যকে মারধরের অভিযোগে তাদেরকে বহিষ্কার ও ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে কর্তৃপক্ষ।
এছাড়া বহিষ্কৃকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে চলমান ভর্তি কার্যক্রমে বাধা সৃষ্টি, উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগও আনা হয়েছে। আগামী ৭দিনের মধ্যে লোক মারফত কেন তাদেরকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তার কারণ দর্শানোর কথা বলা হয়েছে।