
সময়ের কণ্ঠস্বর- বেসিক ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার সকাল সাড়ে নয়টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুদকের পরিচালক জায়েদ হোসেন খান ও সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে ১২ সদস্যের একটি বিশেষ টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে।
তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে কিছু প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
গত ২৩ ডিসেম্বর প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুসহ পরিচালনা পর্ষদের ১১ জনকে জিজ্ঞাসাবাদ করতে নোটিশ দেয় দুদক।
গতকাল রোববার পর্যন্ত দুদক বেসিক ব্যাংকের সাবেক ১০ জন পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে।
রবি