
বিনোদন প্রতিবেদক, সময়ের কণ্ঠস্বর- মিডিয়ার জনপ্রিয় দুই তারকা চিত্রনায়ক ইমন ও বাঁধন। তাদের দুই জনের বন্ধুত্ব অনেক দিনের। তারা সর্বশেষ এক সাথে কাজ করেছিলেন ২০১৫ সালে।
এবার দীর্ঘদিন পর তারা এক সাথে কাজ করছেন। তাও আবার একটি নয়, দুই নাটক করেছেন তারা। নাম ‘নিরুদ্দেশ ভালোবাসা’ ও ‘অদ্ভুত মায়াজাল’। সৈয়দ ইকবালের রচনায় নাটক গুলো পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ।
ক’মাস আগেও বাঁধন ব্যক্তিগত জীবন নিয়ে ছিলেন কোনঠাসা। পারিবারিক জটিলতার কারণে দীর্ঘদিন পর ফেরা প্রসঙ্গে বাঁধন বলেন, ‘তিন মাস পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। এখন থেকে ফের নিয়মিত কাজ করব। দুটি নাটকের গল্পই দারুণ। আমি আর ইমন কাজ করলাম। ব্যক্তি জীবনেও ইমন আমার ভালো বন্ধু। ওর সঙ্গে কাজের বোঝাপড়াটাও ভালো। তাই কাজ করে ভালো লেগেছে।’
এ দুই তারকার সম্পর্ক নিখাদ বন্ধুত্বের। প্রায় দুই বছর আগে একটি নাটকে জুটি বেঁধেছিলেন তারা। এর পর আর কোনো নাটকের সেটে দেখা হয়নি ইমন-বাঁধনের।
ইমন বলেন, ‘অনেকদিন পর বন্ধু বাঁধনের সঙ্গে দুটি নাটকে কাজ করলাম। গল্পের প্রয়োজনেই আমরা জুটি হয়েছি। দারুণ ভালো দুটি কাজ। আশা করি দর্শকরা নাটক দুটি দেখে আনন্দ পাবেন।’
ইমন বলেন, ‘আসলে গল্প পছন্দ না হলে তেমন নাটকে অভিনয় করা হয় না। ‘নিরুদ্দেশ ভালোবাসা’ ও ‘অদ্ভুত মায়াজাল’ অন্যরকম গল্প। নাটকের শেষে অন্যরকম একটা চমক রয়েছে।’
বাঁধন বলেন, আমার ক্যারেক্টার এবং গল্প পছন্দ না হলে কাজ করি না। সেই দিক থেকে ‘নিরুদ্দেশ ভালোবাসা’ ও ‘অদ্ভুত মায়াজাল অন্যরকম গল্প এবং আমার চরিত্র অসাধারণ। মজা পেয়েছি কাজটি করে।’
উত্তরার আপন ঘর শুটিং হাউসে দুটি নাটকের শুটিং শেষ হয়েছে গতকাল। এতে ইমন, বাঁধন ছাড়া আরো অভিনয় করেছেন রুহী, পীরজাদা, লুনা খান, রবি বাবু প্রমুখ।
নাটক দুটি খুব শীঘ্রই একটি টিভি চ্যানেলে প্রচার হবে।
এনএটি/রবি