
নিজস্ব প্রতিবেদক, সাভারঃ সাভারের জামসিং থেকে তিন হাজার পিছ ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোরে জামসিং এলাকার একটি বিউটি পারলার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো সাভার জামসিং এলাকার আবুল হোসেনের মেয়ে শাহানাজ বেগম এবং গাজিপুরের শ্রীপুর কাওরাইত এলাকার সুরুজ আলীর মেয়ে রোমানা আক্তার।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ীকে তিন হাজার পিছ ইয়াবাসহ আটক করা হয়।
এরা দীর্ঘদিন ধরে বিউটি পার্লারের ব্যবসার আড়ালে সাভারে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
সময়ের কণ্ঠস্বর/রবি